নাহদাতুল উম্মাহ অনলাইন একাডেমি
our courses
নাহদাতুল উম্মাহের বিশেষত্ব
নাহদাতুল উম্মাহ একটি খালেস দ্বীনি প্রতিষ্ঠান।
যোগ্য উস্তাজ দ্বারা পাঠদান।
সার্বক্ষণিক উস্তাজদের সাপোর্ট।
সহজ কারিকুলামে শিক্ষাদান।
তামরীনী (অনুশীলনমূলক) পড়াশোনার ব্যবস্থা।
প্রকৃত পক্ষে, নাহদার মূল বিশেষত্বই হলো, প্রচুর পরিমাণ তামরীন বা অনুশীলন।
নাসিহামূলক উসবুয়ী (সাপ্তাহিক) দরস।
শাহরী (মাসিক) বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা।
মাজাল্লাহ (পত্রিকা) প্রকাশ।
Our Students Say
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহনাহদাতুল উম্মাহ সম্পর্কে এক বাক্যে বলতে হলে বলা যায় এটি আমার জীবনে পাওয়া একটি নিয়ামত,আলহামদুলিল্লাহ।যখন নাহদায় ভর্তি হই নাহদা সম্পর্কে আমার কোন ধারণাই ছিলো না,কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম স্থানেই পাঠিয়েছেন তার কালাম বুঝার জন্য আলহামদুলিল্লাহ।আল্লাহ আমাদের উস্তাদদের উত্তম প্রতিদান দান করুন এবং নাহদার সকল ত্বালিবুল/ত্বালিবাতুল ইলমকে তাদের কাঙ্ক্ষিত মাকাম হাসিল করার তাওফিক দান করুন,আমীন।
بسم الله الرحمن الرحيمকুরআনের ভাষা শেখার মুবারাক পথের খোঁজে আমার রব্বই আমায় পথ দেখিয়েছেন।আমার আরবী শেখার হাতেখড়ি হয় NOIA তে।নাহদার বিশেষ যে দিকগুলো না বললেই নয়- একটি সুন্দর গোছানো কারিকুলাম, বিজ্ঞ উস্তাযগণ, লাইভ দারস, মাসিক এবং ত্রৈমাসিক পরীক্ষা(লিখিত+মৌখিক), সাপ্তাহিক মাক্বালাহ লিখন, আরবী বক্তৃতা, আরবী মুসাবাকাহ, সাপ্তাহিক নাসীহা দারস। এই দিকগুলোকে বিশেষ বলার কারন হলো , তা ভাষাগত দক্ষতার যেকোনো একটি দিককে টার্গেট করেনা। বরং একজন ছাত্রকে আরবী লিখা, বলা এবং তা পড়ে বুঝতে পারা-সকল দিক হতে সক্ষমতা অর্জনে পরিপূর্ণভাবে সহায়ক বি-ইযনিল্লাহ।তালিবুল ইলম এর জন্য উস্তাযের সাহচর্য অতীব গুরুত্বপূর্ণ এবং আলহামদুলিল্লাহ, এই দিকটিকে নিশ্চিত করেছেন আমাদের উস্তাযগণ।আল্লাহ সুবহানানাহু ওয়াতাআ’লা আমাদের মাদরাসা, আমাদের প্রিয় নাহদাকে শুধুই তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে কবুল করুন ,আমাদের উস্তাযগন কে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত মাকাম দান করুন, নাহদার প্রত্যেক তালিবে ইলম কে এই পথে মৃত্যু অবধি স্থির রাখুন, ইলমের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করে দিন। আমাদের লক্ষ্য, গন্তব্য, উদ্দেশ্য যে একটাই -আর তা কেবলই রব্বে কারীমের সন্তুষ্টি আর চির-কাঙ্ক্ষিত সেই জান্নাত। আমীন ইয়া রাব্বাল আলামীন।
Latest Notice
Notice 2
تسر لجنة النهضة أن تخبر جميع طلابها و طالباتها أن حفلة الخطابة النهايية للفصل الدراسي الأول للعام الجامعي ٢٠٢١/٢٢م ستبدأ بمشيئة الله يوم الأربعاء ١٠ مارس ٢٠٢٢ م الموافق ٧ رجب ١٤٤٣ ه لذا
Notice 1
إعلان عن بدء الامتحانات النهائية للفصل الدراسي الأول للعام الجامعي ٢٠٢١/٢٢م تسر لجنة الامتحانات أن تعلن لجميع الطلاب أن الامتحانات النهائية للفصل الدراسي الأول للعام الجامعي ٢٠٢١/٢٢ م ستبدأ بمشيئة الله يوم السبت ٢٣